খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের সদর উপজেলা ও নারী ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, গড়াছড়ি: খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের সদর উপজেলা শাখা ও নারী ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের সনাতন ছাত্র-যুব পরিষদ ভবনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখর সেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্মল দাশ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার, শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা বেলী দেব এবং রহমতপুর কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না দাশগুপ্তসহ সনাতন সমাজের বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদ তরুণ সমাজকে সংগঠিত করে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে নারী ইউনিটের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, সংগঠনের মাধ্যমে ছাত্র ও যুব সমাজকে নৈতিকতা, মানবিকতা ও সম্প্রীতির চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে আগামী দিনে সনাতন ছাত্র-যুব পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করার আহ্বান জানান বক্তারা।
সম্মেলনের শেষ পর্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সনাতন ছাত্র-যুব পরিষদের সদর উপজেলা ও নারী ইউনিটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।