পানছড়িতে মুক্তিযোদ্ধা ও জামায়াতসহ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে জামায়াত, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপির পতাকাতলে আসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকারীরা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে, তাই তারা পরিবর্তনের রাজনীতিতে শরিক হতে বিএনপিকে বেছে নিয়েছেন।

নেতাকর্মীদের এই গণযোগদানকে স্থানীয় নেতারা আগামী নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক বার্তা বলে উল্লেখ করেন।