খাগড়াছড়ি জিরোমাইলে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশসহ আহত ৬

 খাগড়াছড়ি জিরোমাইলে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশসহ আহত ৬

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহল পিকআপ সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছে ৬ জন।

শনিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় জেলা সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, ভোরে ঢাকা থেকে খাগড়াছড়িগামী এস আলম বাস গাড়ি দ্রুত গতিতে আসছিল। এসময় খাগড়াছড়ি থেকে টহলকারী পুলিশের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যদের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, সশস্ত্র মো. মিজানুর রহমান, নায়েক ঈশ্বর চাকমা, কনস্টেবল মো. আবু ইউসুফ, কনস্টেবল তানভির হোসেন, কনস্টেবল মো. সেলিম রেজা ও পিকআপ চালক সুজন চাকমা। গুরুতর আহত অবস্থায় আবু ইউসুফ ও তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সদর থানার পুলিশের এমআইটু রান্না প্রতাপ দাস মুঠোফোনে জানান, ভোরে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আশঙ্কা হওয়ায় ২ জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকিদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post