বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার মধ্যেদিয়ে এগিয়ে আসার আহবান
রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় : খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতার মধ্যেদিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা।
১১ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে খাগড়াছড়ি বন বিভাগে আওতাধীন রামগড় রেঞ্জের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে ও রামগড় রেঞ্জ কর্মকর্তা জাহেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন, রামগড় থানা ওসি মঈন উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, রামগড় প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রামগড় বালিকা উচ্চ বিদ্যালযের সিনিয়র শিক্ষক ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন – সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমূখ।
সভায় বক্তাগন বলেন, বন্যপ্রাণী (চশমাপরা হলুমান) সহ বনের বিভিন্ন জাতের বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের কর্তব্যরত বন প্রহরীর সদস্য, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ফার্নিচার ও কাঠ ব্যবসায়ীসহ সচেতন মহলগন।