খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ১৫ ডিসেম্বও বুধবার। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, পতাকা উত্তোলন করেন, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারগন।

পরে মুক্তিযুদ্ধো কমান্ডারের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধো সংসদ সন্তান কমান্ডারের নেতৃবৃন্দরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মো.আরিফুল ইসলাম ও আব্দুল কুদ্দুস প্রমুখ।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর গাছবান কুকিছড়ায় পাকিস্তানী বাহিনীকে হাটিয়ে ১৫ ডিসেম্বর খাগড়াছড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।

Read Previous

লক্ষ্মীছড়িতে প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিশেষ আইন-শৃঙ্খলা সভা

Read Next

মহালছড়ির পঙ্খীমুড়ায় বসতঘর পুড়ে যাওয়া পরিবারকে অর্থ সহায়তা সেনাবাহিনীর