খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অস্থায়ী আস্তানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, চাঁদা আদায়ের রশিদবই এবং দলিল দস্তাবেজ উদ্ধার করেছে। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল নামক স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী তা উদ্ধার করে। খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটো বিষয়টি নিশ্চত করেছেন।
উদ্বারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল ১টি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগজিন, ৩রাউন্ড কাটুর্জসহ একটি এলজি, ৩টি নোটবুক, ৪টি চাঁদা আদায়ের রশিদ বইসহ রাত্রীযাপনের কাপড়চোপর উদ্বার করা হয়।
ওসি শাহাদাত হোসেন টিটো জানান, ইউপিডিএফ ৪ মাইল এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন ব্যক্তি, যানবাহন থেকে চাঁদা অদায় করতো এমন অভিযোগের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার ভোর রাত ৩টা৪০ এ পুলিশ ও সেনাবাহিনীর যৌথদল এ অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্বত্তরা রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হলেও পরে আস্তানায় তল্লাসী চালিয়ে  অস্ত্র,গুলি ও দলিল দস্তাবেজ উদ্ধার করা হয়।  আস্তানাটি গুড়িয়ে দেয়া হয়।

Read Previous

ব্রেকিং নিউজ: পানছড়ি বাজারে ভয়াভহ আগুন

Read Next

সাংবাদিকরাই সত্য প্রকাশ করে সমাজের আমূল পরিবর্তন আনতে পারে- গুইমারা রিজিয়ন কমান্ডার