• June 17, 2024

খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ। রবিবার সকালে খাগড়াছড়ি সদর থানা এলাকায় আদালতের নির্দেশে তিনটি মামলার আলামত হিসেবে ৮কেজি গাঁজা এবং ৪’শ ১০ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়। এসময় খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটোসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানে ৩হাজার পিস ইয়াবা, ৩৮ কেজি গাঁজা এবং ১হাজার ৫শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এর আগে আদালতের নির্দেশে কিছু মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহমার উজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো নয়, মাইনাস ট্রলারেন্সের জন্য কাজ করছে জেলা পুলিশ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post