• June 17, 2024

পাহাড়ের ঢালে বাঁধ দিয়ে চাষ বৃদ্ধি বাড়াতে কৃষি বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা সদরে কৃষকদের নিয়ে দুই পাহাড়ের ঢালে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে চাষাবাদ বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেচ ও ওয়াটার শেড বিশেষজ্ঞ ও সিআরপি হিল এগ্রিকালচার প্রকল্পের পরামর্শক ড. মোঃ সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেজিএফ’র পার্বত্যাঞ্চল সমন্বয়ক ড. মোঃ নুরুল আলম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, জিআইএস বিশেষজ্ঞ শিশির চৌধুরী প্রমুখ। দুই পাহাড়ের ঢালে কিভাবে বাঁধ দিয়ে পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা দিয়ে বিভিন্ন চাষাবাদ করা সম্ভব সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তারা বলেন, কৃষি উন্নয়নের জন্য প্রধান বাধা পানি। তাই বাধের পানির সর্বোত্তম ব্যাবহারের জন্যই এই প্রশিক্ষণ। বাধের পানি ব্যাবহারের মাধ্যমে সফল বৃদ্ধি পাবে এবং খাদ্য, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে বক্তারা মনে করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post