• November 22, 2024

খাগড়াছড়িতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

 খাগড়াছড়িতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন। ৯ আগস্ট মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ চরম পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। মধ্যরাতে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বক্তারা অবিলম্বে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

খগিড়াছড়ি জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আব্দুল জব্বার গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, কৃষি ও বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মো. আল আমিন প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post