খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯” শীর্ষক প্রশিক্ষন কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্টিত প্রশিক্ষণ কর্শশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার হলুদ সাংবাদিকতা বন্ধে বদ্ধপরিকর। বঙ্গবন্ধুর প্রিয় প্রতিষ্ঠান “বাংলাদেশ প্রেস কাউন্সিল” সংবাদপত্র ও সাংবাদিকতার মান রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করে সৎ, যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে মালিক পক্ষকে বাধ্য করার আইনগত বিধিবিধান করার জোরদাবী উঠে আসে এতে। কর্মশালায় জেলার ৪০জন সাংবাদিক অংশ গ্রহণ করে।