খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল, অসুস্থ্য খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেয়ার দাবি
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮এপ্রিল শনিবার বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ -সভাপতি আবু ইউছুফ চৌধুরী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীদের প্রধান সড়কে উঠতে দেয়নি পুলিশ। প্রধান সড়কের প্রবেশ মুখে ব্যারিকেড দেয়। পরে পুলিশ ব্যারিকেডেই বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ সভাপতিত্ব করেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ সভাপতি নাসির সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কংচারি মাস্টার, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এমএন আবসার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভাঃ) জহির আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে সরকার। কারাগারে অসুস্থ বেগম জিয়াকে সুচিকিৎসা পর্যন্ত দিচ্ছেনা বলে উল্লেখ করেন। জাতির ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের গণতন্ত্রকে ধংস করেছে এ সরকার। এখন বিরোধী দল এবং জিয়া পরিবারকে ধংস করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
অসুস্থ বেগম জিয়া সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহার করে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।