খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংবাদ সম্মেলন

 খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সংবাদ সম্মেলন

    পাহাড়ের ভূমি সমস্যা নিরসনে পার্বত্য চুক্তি মোতাবেক ভূমি কমিশনের
  বিধিমালা প্রণয়নপূর্বক দ্রæত বিচারিক কার্যক্রম শুরু সহ ৭ দফা দাবিতে
খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ের ভূমি সমস্যা নিরসনে পার্বত্য চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে ১৯০০ সালের পার্বত্যচট্টগ্রাম শাসনবিধি কার্যকর রাখা। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন, স্থানীয় পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহী আদেশের মাধ্যমে হস্তান্তর করাসহ ৭ দফা দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

আগামী ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা শহরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেএসএস সহ-সভাপতি বিভু রঞ্জন চাকমা বলেন, অবিলম্বে চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচনের ব্যবস্থা করা। এছাড়া জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পূণর্বাসন ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের যথাযথ পূণর্বাসনসহ পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় সদস্য সিলু কুমার চাকমা, জেলা সভাপতি আরদ্র পালখীসা, মহিলা সমিতির কেন্দ্রীয় সদস্য সুষ্মিতা চাকমা ও ববিতা চাকমা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post