খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে ২০ আগস্ট সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির স্বনির্ভর ও পেরাছড়ায় ইউপিডিএফ-ভুক্ত সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদেও উপর জেএসএস সংস্কারবাদী-নব্যমুখোশ বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা আগামী ২০ আগস্ট সোমবার আধা বেলা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ পালন করার ঘোষণা দিয়েছে। পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠঅনো এক প্রেস বার্তায় এ খবর দেয়া হয়।
আগামী ২২ আগস্ট মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব ও সরকারী ছুটির কথা বিবেচনা করে এই সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেয়া হয়েছে। অবরোধের সময় এম্বুলেন্স, রোগী বহনকারীযান, ফায়ার সার্ভিস, জরুরী বিদ্যুৎ-পানি ও ওষধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post