খাগড়াছড়ির বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তদন্তে পৌরসভার মেয়র

স্টাফ রিপোর্টার: অতিরিক্ত বাজার টোল আদায়ের একের পর এক অভিযোগ আসার পর খাগড়াছড়ি বাজার পরিদর্শন ও তদারকি করতে মাঠে নেমেছেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি বাজারের বিভিন্ন এলাকায় পরিদর্শনে নামেন তিনি।

খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো: জাহিদ হাসান, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ, সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরী, আবু দাউদসহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বাজারের নানা বিষয়ে খোঁজ-খবর নেন এবং ইজারা নেওয়া ব্যক্তিরা কি পরিমাণ বাজার টোলের অর্থ আদায় করছে সে বিষয় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খোঁজ নেন। তিনি বলেন, বাজার শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে এই উদ্যোগ। সকল বিষয়ে ছোট-বড় সকল ব্যবসায়ীদের সাথে কথা বলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

Read Previous

বান্দরবানের রুমায় নিহত ও আহতদের পরিচয়

Read Next

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকারী সন্দেহে আটক রূপায়ন চাকমা জেলে