খাগড়াছড়ি আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার পর করোনা পজিটিভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে ফিরে আসা পানছড়ির এক যুবকের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। শান্তি বিকাশ ত্রিপুরা (১৮) নামের ওই যুবকের পিতার নাম চিত্ত বিকাশ ত্রিপুরা । সে লতিবান ইউপির হরিসাধন পাড়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাঝে করোনার কোন লক্ষণ ছিলনা এবং তাকে সম্পুর্ণ সুস্থ অবস্থায় আজ (১৪ মে) দুপুর ১২টার দিকে ছাড়পত্র প্রদান করা হয়। বিকাল ৪টায় তার রিপোর্ট আসে পজেটিভ। তাকে খুঁজে বের করে আবারও আইসোলেশনে নেয়ার চেষ্টা চলছে।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, সে খাগড়াছড়ি আইসোলেশনে ছিল। তাকে খুঁজে বের করার জন্য পানছড়ির স্বাস্থ্য কর্মীরা মাঠে কাজ করছে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ হোসেন জানান, পুলিশ এরই মাঝে তাকে খুঁজে বের করতে মাঠে নেমেছে।