• June 17, 2024

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে মহান মে দিবসে আলোচনা সভা করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। কেইউজে’র সহ-সভাপতি, ডেইলি স্টার ও ডিবিসি’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈকত দেওয়ানের সভাপতিত্বে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কেইউজে-এর সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভি‘র প্রতিনিধি কানন আচার্য, সমকাল প্রতিনিধি ও কেইউজে’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, আমাদের সময় প্রতিনিধি ও সদস্য রফিকুল ইসলাম, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও কেইউজে সদস্য শংকর চৌধুরী প্রমূখ।

এসময় বক্তাগন খাগড়াছড়িতে কর্মরত সংবাদকর্মীদের জীবনমান উন্নয়ন এবং লিখনির স্বাধীনতাসহ সাংবাদিকদের জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post