• June 17, 2024

পানছড়িতে মহান মে দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা চত্তর ঘুরে আবারোও উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।

অপর দিকে জাতীয় শ্রমিকলীগ উপজেলা কমিটির উদ্যেগে দলীয় কার্যলয় থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের উপদেষ্টা শুনিল সাহা মহন্ত, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ নাছির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান (মতি), মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনিরুজ্জামান, যুবলীগ নেতা মোঃ শফিকুল আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ জহিরুল আমিন রুবেল প্রমূখ।

এছাড়া পানছড়ি কাঠ লোড-আনলোড শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যেগে সংগঠনটির সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার নেতৃত্বে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post