খালেদা জিয়ার সুস্থতা কামনায় মানিকছড়িতে ছাত্রদলের দোয়া মাহফিল

শেয়ার করুন

মানিকছড়ি প্রতিনিধি:-

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়ি মানিকছড়িতে উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মানিকছড়ি দারুসসুন্নাহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব মহি উদ্দিন কিশোর,যুবদল নেতা এডভোকেট রেজাউল করিম।উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মো.মনির হোসেন,যুগ্ম-আহ্বায়ক,আরিফ সিকদার,ছাত্রদল নেতা শাহিনুর রহমান শাহিন, ছাত্রনেতা এমদাদ হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. রাকিব হোসেন ওলামাদলের নেতা মো. শাহাদাৎ হোসেন`সহ উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দরা।