খেলোয়াড়দের উন্নয়নে পানছড়িতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সামগ্রী বিতরণ

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় উপজেলা মাঠে এ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে একাডেমির খেলোয়াড়দের হাতে ফুটবল, কোন, মার্কারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নান, সাবেক যুবনেতা জাহিদুল হোসেন রুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ আমান উল্লাহ প্রমুখ। কর্মসূচিতে একাডেমির খেলোয়াড়রাও অংশ নেন।

এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, “যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। আমরা চাই, পানছড়ির ফুটবল একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হোক।”