গুইমারাতে গৃহবধূর আত্নহত্যা
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্নহত্যা করেছে। ১৯সেপ্টম্বর সকালে সরেজমিনে গিয়ে জানাযায় জালিয়াপাড়া গ্রামের রাজমিস্ত্রী আলীর ছেলে রবিনের স্ত্রী ইসরাত জাহান মনি(১৯) পারিবারিক কলহের কারণে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই বাড়ীর মালিক লাশ নামিয়ে ফেলে। আত্নহত্যার পর স্বামী রবিন পলাতক রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে আত্নহত্যা সংঘটিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। সব বিষয় ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।