গুইমারাতে নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী
স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫ বছর আজ। দিবসটি উপলক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন নানা কর্মসূচীর আয়োজন করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দূর্গম পাহাড়ের সকলে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। কর্মসূচীতে রয়েছে সম্প্রীতি র্যালি, আলোচনা সভা, মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রীতিভোজ, সম্প্রীতি মেলা, প্রীতি ফুটবল খেলা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
২ ডিসেম্বর সকালে জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এতে পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় আহবান জানান বক্তারা।
এসময় সামরিক কর্মকর্তাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।