গুইমারাতে প্রত্যন্তাঞ্চলের স্কুলগুলোতে মিড-ডে মিল কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা উপজেলার প্রত্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্ধোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় তিনি বলেন, সকলের প্রচেষ্টায় পিছিয়ে পড়া পার্বত্যাঞ্চলের শিক্ষার মানোন্নয়ন ঘটবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি মায়েদের বিশেষ ভূমিকা রাখতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান মেমং মারমা, চাইথোয়াই চৌধুরী, রেদাক মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্না চাকমা প্রমুখ।

Read Previous

গুইমারায় সেনা পরিবার কল্যাণ সমিতি’র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

Read Next

মানিকছড়িতে আ.লীগ’র নতুন কমিটিকে সংবর্ধনা