খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান ও সম্প্রীতির বজায় রাখতে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা কেন্দ্রীয় ৃমসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওসমান গণি, গুইমারা হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, মার্মা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অংগ মগ, মার্মা কল্যান পরিষদের সভাপতি অংগজাই চৌধুরি, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা, হ্যাডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি বিভীষিকাময় কালো দিন। সামান্য একটি ভুলের কারনে তিনটি প্রাণ ঝরে গেল, আহত হলো শত শত মানুষ, আগুনে জলে গেল অনেকগুলো ঘর বাড়ি, দোকান পাট। মুহূর্তেই ধ্বংস হয়ে গেল অনেক পরিবারের স্বপ্ন। ভবিষৎ এ এমন অঘটন যেন আর না ঘটে আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে।
এছাড়াও রামসুবাজারের অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশত মানুষের নামে যে মামলা হয়েছে এতে কোনো নিরীহ জনসাধারন যেন হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।