গুইমারায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাজারপাড়া দাখিল মাদ্রাসার সংলগ্ন এলাকায় রীনা বড়ুয়া(৫৫) নামের এক মহিলা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
মঙ্গলবার বিকালে ভাড়া বাড়ির নিজ রুমে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। পরে গুইমারা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রিনা বড়ুয়া গৃহকর্মী হিসাবে জীবিকা নির্বাহ করতো।
স্থানীয়রা জানায়, রিনা বড়ুয়া গত নয় মাস পূর্বে গুইমারা বাজার পাড়ার দাখিল মাদ্রাসা সংলগ্ন সাগর দাসের বাসায় ভাঁড়া থাকতেন।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন। লাশ খাগড়াছড়ি মর্গে প্রেরণ করা হচ্ছে।