• June 16, 2024

গুইমারায় সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা

 গুইমারায় সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা

বিএম.বাশার,গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে বৃহস্পতিবার গুইমারা মডেল হাই স্কুল অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহি অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, এসময় আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক গুইমারা শাখার ম্যানেজার ইরফানুল হক, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, উপজেলা কৃষি অফিসার মুজিবর রহমান, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, মুসলিমপাড়ার প্রজেক্ট চেয়ারম্যান আবু তাহেরসহ বিভিন্ন দপ্তরের উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আগে কিছুটা বিভ্রান্তি থাকলেও অবহিতকরণ সভার মাধ্যমে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছে জনসাধারণ। সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান বক্তারা। খুব শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবে বলে জানান জনগণ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post