গুইমারার বড়পিলাক বাজার উদ্বোধন করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফের্স চেয়ারম্যান ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য এলাকার মানুষ শান্তি প্রিয়, আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ২৬ মে শনিবার দুপুরে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক বাজারের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে পাহাড়ে উন্নয়নের জোয়ার উঠে। আর বিএনপি ক্ষমতায় থাকলে পাহাড়ে লাশের মিছিল দীর্ঘ হয়। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে আবারও ভোট চাইলেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বড়পিলাক বাজার কমিটির আহবায়ক মংশে চৌধুরী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চোধুরী, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, বাজার পরিচালনা কমিটির সদস্য সচিব আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read Previous

প্রথম আলো দীঘিনালা প্রতিনিধির পিতৃবিয়োগ

Read Next

লামায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে জরিমানা