গুইমারায় আগুন দেয়ার নাশকতার ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার: গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ষাটঘর গ্রামে ২৮জানুয়ারী দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গরিব অসহায় বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। দুর্বৃত্তরা তার বাগানের বেশ কিছু ফলজ গাছ কেটে ফেলেছে মর্মে শাহাজাহান মুসল্লীর ছেলে বনি আমিন বাদী হয়ে ৪জনকে আসামী করে গুইমারা থানায় মামলা দায়ের করে।

ঘটনার পর গুইমারার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও তদন্তপুর্বক ঘটনার সাথে জড়িত স্থানীয় মোকলেছ মিয়া ও জাকির হোসেন নামে দুজনকে আটক করে রবিবার দুপুরে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করেছেন। আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে অসহায় ওই পরিবারের এমন ধারনা করছেন স্থানীয়রা। তবে পরিবারের দাবি আরোও বেশী।

আগেও মোকলেচসহ ৪জন মিলে বৃদ্ধ শাহাজাহান মুসল্লীর ছোট ছেলেকে ট্রলি চালক বনি আমিনকে জালিয়াপাড়া বাজারে বেশ মারধর করার অভিযোগ রয়েছে।

গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গুইমারা থানার ৪জন আসামীর মধ্যে ২জন আটক হয়েছে। তাদের খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। মামলা নং ২, তাং ৩০.০১.২০২১ইং।

Read Previous

খাগড়াছড়ি ও খুলনায় হস্তশিল্প প্রশিক্ষণ শুরু

Read Next

নব্বই দশকের ছাত্রলীগ-যুবলীগ নেতাকমীদের মিলন মেলা খাগড়াছড়িতে