গুইমারায় সেনা পরিবার কল্যাণ সমিতি’র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার: পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে “সেনা পরিবার কল্যাণ সমিতি”(সেপকস) বলে মন্তব্য করেছেন, ২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার একেএম সাজেদুল ইসলাম এর সহধর্মিনী ও সেপকস গুইমারা শাখা’র সহ-সভানেত্রী বেগম ফাহমিদা সাজেদ।
সকালে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নস্থ সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস) গুইমারা শাখা কর্তৃক বেকার, দুস্থ নারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের সেলাই প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তোব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাহাড়ে এ ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে সেপকস’র সব সময় নারীদের পাশে থাকবে।
এসময় সেপকস গুইমারা শাখার সচিব বেগম ফারজান ফারহানা নওরোজ, বিদায়ী কোষাধ্যক্ষ মেহেরুন আশ্রাফ ছন্দা, নবাগত কোষাধ্যক্ষ মারিয়া রহমান, মেজর নাফিদাত হোসাইন, সাহিদা নাজনীন, শাহানা আক্তার, উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন অতিথিরা।