দীঘিনালায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায়।

৩ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে কলেজ গেট এলাকায় র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা র‌্যালি নিয়ে কলেজ গেটে জড়ো হন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. বেদারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সভার সভাপতিত্ব করেন মো. শফিকুল ইসলাম সফি।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।