সিন্দুকছড়িতে সেনা অভিযানে ৬লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

 সিন্দুকছড়িতে সেনা অভিযানে ৬লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আবারও অভিযান চালিয়ে প্রায় ১২শ সিএফটি অবৈধ কাঠ আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার ভোর রাতে সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা গুইমারা সাবজোন কমান্ডার মেজর মোঃ জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি, বড়পিলাক ৫ নাম্বার, পশ্চিম বড়পিলাক ও বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ কাঠ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ৬ লক্ষ টাকা। আটককৃত কাঠ জালিয়াপাড়া বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলা করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা মোঃ আনোয়ার হাসেন।
বনাঞ্চল রক্ষায় সেনা অভিযান অব্যহত থাকবে জানিয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল দেওয়ান মঞ্জুরুল হক বলেন, অবৈধ কাঠ পাচারের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।
উল্লেখ্য, এরআগে গত ২৫ এপ্রিল মাটিরাঙ্গার ৪টি কাঠের ডিপোতে অভিযান চালিয়ে ৪৬৩৫ সিএফটি অবৈধ কাঠ জব্ধ করে সেনাবাহিনী

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post