চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)আসনে প্রতীক বরাদ্দ
ফটিকছড়ি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান চট্টগ্রাম জেলা সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রতিক নৌকা, বাংলাদেশ তরিকুত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারির ফুলের মালা, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব এর তরমুজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এড.মোহাম্মদ হামিদ উল্লাহর মোমবাতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মীর মুহাম্মদ ফেরদৌস আলমের চেয়ার, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ শফিউল আজম চৌধুরীর লাঙল, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির একতারা, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের প্রতিক ঈগল পেয়েছেন।
এছাড়া চট্টগ্রাম-২ আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ৩ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ হয়। পরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান আপিল করে প্রার্থীতা ফিরে পান। গতকাল প্রত্যাহারের দিনে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ চৌধুরী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমন এ মতিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।