• December 27, 2024

‘চিরকুট’ লিখে বিআরডিবি কর্মীর আত্মহত্যা

ফেনী প্রতিনিধি: ফেনীর সদর উপজেলায় শুক্রবার রাতে বিআরডিবির এক নারী মাঠকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি চিঠিও পাওয়া গেছে। চিঠিতে আত্মহতার জন্য বিআরডিবি’র দুই কর্মকর্তাকে দায়ী করেছেন ওই নারী।

নিহত আনোয়ারা বেগম কুমিল্লার ইয়াসিন মজুমদারের স্ত্রী। তিনি ২৫ বছর ধরে ফুলগাজী বিআরডিবি’র মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

চিরকুটে আনোয়ারা বেগম লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য বিআরডিবি ফেনী সদরের ডিডি শংকর কুমার পাল, ফুলগাজীর এআরডিও কৃষ্ণ গোপল রায় দায়ী। তারা গত চার মাস ধরে আমাকে মানসিকভাবে নির্যাতন করেছেন। অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বেতন-ভাতা দেয়নি। ৩১ জানুয়ারি আমি ঋণ নিয়েছি মর্মে জোর করে আমার থেকে স্বীকারোক্তি ও অঙ্গীকারনামা লিখিয়ে নেন ডিডি শংকর কুমার পাল। এরপর আমি স্ট্রোক করলে আমাকে ঢাকা নেয়া হয়। চিকিৎসা শেষে ৭ দিন পর আমি বুধবার ফেনী ফিরে আসি’।

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের স্বামীর কাছ থেকে খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ডেইলি বাংলাদেশ/এআর

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post