জামিনে মুক্তি পেলেন আমীর খসরু
স্টাফ রিপোর্টার: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন পাওয়ার পর সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
গত ২১ অক্টোবর উচ্চ আদালতের জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের করা আন্দোলনের সময় আমীর খসরু মাহমুদের ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে উসকানি দেয়ার অভিযোগে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন বাতিল করে তাকে জেলহাজতে পাঠানো হয়।