গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষনকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ২৮ সেপ্টেম্বর থেকে জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্ট কালের জন্য ডাকা সড়ক অবরোধে অপৃতিকর ঝামেলা এরাতে গুইমারা উপজেলা প্রশাসন ২৭ সেপ্টম্বর বিকাল তিনটা থেকে অনির্দিস্ট সময়ের জন্য থেকে ১৪৪ জরুরি ধারা জারি করলেও জরুরী আইন উপেক্ষাকরে আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় গুইমারা উপজেলার খাদ্য গুদামের সামনে অবরোধ কারীরা রাস্তায় জরোহয়ে টায়ার জালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজিরহলে অবরোধ কারীদের পক্ষথেকে ইট-পাটকেল ছুঁরে গুইমারা রিজিওনের আওতাধীন সিন্দোকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী সহ বাংলাদেশ সেনাবাহিনীর ১১ সদস্যকে আহত করাহয়।
বর্তমাণে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।