• December 23, 2024

টানা বর্ষনে মহালছড়ির-মুবাছড়ি সংযোগ সড়কের বেহালাবস্থা

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি গত কয়েকদিনে টানাবর্ষণের কারণে বন্যার পানিতে  দু’পাশ থেকে মাটি সরে গিয়ে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। একদিকে কালভার্টটিও এখন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। যে কোন মূহুর্তে ধ্বসে পড়তে পারে। এ সড়কটিতে মুবাছড়ি ইউনিয়ন ছাড়াও পাশর্^বর্তী নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নবাসী এ যাবত ব্যবহার করে আসছে। ফলে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার সাধারণ মানুষ। মুবাছড়ি ইউনিয়নের জনসাধারণ বেশীর ভাগেই কৃষির উপড় নির্ভরশীল। বিভিন্ন ফসলাদি উৎপাদন করে হাটবাজারে বিক্রি করে তাঁরা জীবিকা নির্বাহ করে থাকেন।

কিন্তু গত কয়েক সপ্তাহ যাবত থেকে এ সড়কটির উপড় দিয়ে মালামাল বহনকারী যানবাহন চলাচল করতে পারছেনা। যারকারণে মুবাছড়ি ইউনিয়ন এর কৃষকেরা উৎপাদিত ফসলাদি হাটবাজারে আনতে পারছেনা। মুবাছড়ি ইউনিয়নের খুল্যাংপাড়া গ্রামের এক কৃষক জীতেশ চাকমা বলেন, সড়কটি চলাচল অযোগ্য হয়ে পড়ায় এখানকার কৃষকেরা সময়মতো বাজারজাত করতে পারছেনা বলে কলা, আনারস, আমসহ বিভিন্ন প্রজাতির মৌসুমী ফলমূল পেকে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামে যাঁরা কৃষির উপড় নির্ভরশীল তাঁরা সড়কটি দ্রুত মেরামত না হলে না খেয়ে থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী পদক্ষেপ গ্রহন করার আহবান জানান তিনি।

এ বিষয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। সড়কটির দ্রুত মেরামত হওয়া দরকার। বর্ষার মৌসুমে আরো সামান্য বৃষ্টি হলেই কালর্ভাট ও রাস্তা দুটোই ভেঙ্গে যেতে পারে। তখন এলাকাবাসীরা আরো বড় ধরণের বিপদের মুখে পড়বে বলে মনে করেন তিনি। এ সড়কটি বিষয়ে জানতে মহালছড়িতে সড়ক ও জনপথ বিভাগের কাউকে পাওয়া যায়নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post