ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরাইল বিরোধী মানববন্ধন
পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ’র চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আল্-হাসানী: মসজিদুল আকসাসহ ফিলিস্তিনি ভূখন্ডে হামলা করে ইসরাইল মুসলিমদের বিরুদ্ধে ক্রসেড ঘোষণা করেছে
ফটিকছড়ি প্রতিনিধি: বর্বর ইহুদিবাদী ইসরাইল স্বাধীন ফিলিস্তিনের ভূখন্ড একের পর এক দখল করে ক্ষান্ত হচ্ছেনা, এরা ফিলিস্তিনিদের উৎক্ষাতে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে। তাই কট্টর বর্বর ইহুদিবাদী অবৈধ দেশ ইসরাইলিদের স্বাধীন ফিলিস্তিন থেকে তাড়িয়ে দিতে মুসলিম বিশ্ব, জাতিসংঘ, আরব লীগ এবং ওআইসিকে অবিলম্বে জরুরি বৈঠকে বসে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি সোমবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজ, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন। তিনি বলেন, মোড়ল শক্তিধর দেশগুলোর ইন্ধনে ও প্রশ্রয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ইসরাইল।
ওরা রোজার মাসে ইফতারের সময় এমনকি ঈদুল ফিতরের দিনেও মুসলমানদের পুণ্যস্থান মসজিদুল আকসায় নামাজরত মুসল্লিদের ওপর বর্বর হামলা চালিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের শহীদ করেছে। বিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত ঠিক তখনই ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রসেডে নেমেছে। ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্জয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয় ও নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। স্বাধীন ফিলিস্তিনির ওপর রাসায়নিক গ্যাস নিক্ষেপসহ ইসরাইল একের পর এক বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনে জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং শক্তিধর দেশগুলো এখনই ইসরাইলি বর্বরতা থামাতে না পারলে ওরা আরো ভয়ংকর ও ভীবৎস হয়ে উঠবে। মানববন্ধনে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী এই মুহূর্তে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সকল দেশকে এগিয়ে আশার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকেও জোরালোভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান। মইনীয়া যুব ফোরামের সভাপতি, শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী বলেন, কয়েকদিন ধরে ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন দেড় শতাধিক ফিলিস্তিনী। এদের অধিকাংশই নিষ্পাপ শিশু-নারী ও বেসামরিক জনগণ। অথচ মানবতার বুলি আওড়ানো বিশ্বনেতৃবৃন্দ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
এমনকি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন শক্তিধর দেশগুলো ইসরায়েলের নৃশংসতাকে সমর্থন জানিয়ে আসছে। এমতবস্থায় মানবিক দায়িত্ববোধ থেকেই ন্যায়ের পক্ষে আমাদেরকে কথা বলতে হবে, বৈশ্বিক জনমত গঠন করতে হবে। মইনীয়া যুব ফোরামের কার্যকরী সভাপতি, সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী বলেন, যুদ্ধপরাধ, গণহত্যা এবং মানবতার লঙ্ঘনের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি ও কঠোর শাস্তি নিশ্চত করতে হবে। অন্যায় দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন মইনীয়া ওলামা মাশায়েখ ফোরামের সাধারণ সম্পাদক, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, আনজুমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জালালুদ্দিন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক শাহ্্ মোহাম্মদ ইব্রাহীম মিয়া, মাওলানা শেখ সাদি আবদুল্লাহ্ সাদকপুরী, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক, শাহ্ মোহাম্মদ আসলাম হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢালি কামরুজ্জামান হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বী, গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী, গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মো: সোহাগ শেখ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক জাহিদ হোসেন শ্যামল, কুমিল্লা জেলা সভাপতি আবুল কালাম আজাদ, কুমিল্লা মহানগর সভাপতি হাবিবুর রহমান পায়েল, মানিকগঞ্জ জেলা সভাপতি জামাল খান, নারায়নগঞ্জ জেলা সভাপতি খলিফা মাসুম প্রমুখ। ছবিঃ সংযুক্ত