দীঘিনালায় আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন

মো. আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়।

চূড়ান্ত পর্বে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভমিতা দাশ শ্রেষ্ঠা।

ফাইনালের বিষয় ছিল— “বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, দুর্নীতি বিলুপ্তির বিকল্প নেই।” শিক্ষার্থীদের প্রাণবন্ত যুক্তি ও উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক ও বিচারকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, যুক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে বিতর্কের ভূমিকা অপরিসীম। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জেসমিন চাকমা বলেন, “দুর্নীতি প্রতিরোধ কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়; এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাইন উদ্দিন। বিচারক ছিলেন সহকারী শিক্ষা অফিসার সোনা মিত্র চাকমা, উপজেলা আইসিটি অফিসার মো. রিয়াজ উদ্দিন ও দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান জীবন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. আল আমিন।

শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।