দীঘিনালায় মানবেন্দ্র নারায়ণ লারমার জন্মবার্ষিকী পালিত

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় বিপ্লবী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার কল্পরঞ্জন মাঠসংলগ্ন হেডম্যান এসোসিয়েশনের হলরুমে এ সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) দীঘিনালা থানা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র চাকমা। সভাপতিত্ব করেন দীঘিনালা থানা কমিটির সভাপতি মৃণাল কান্তি চাকমা।

সভায় বক্তব্য দেন দীঘিনালা যুব সমিতির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা, জেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতিময় চাকমা (যুগল), জেএসএস থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান ও থানা কমিটির সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা জ্ঞান, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, হেডম্যান এসোসিয়েশনের সভাপতি সত্যন্দ্রীয় চাকমা এবং বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা।

ক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অধিকার আন্দোলনে মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন এক অবিস্মরণীয় নেতা। পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অধিকার আদায়ের প্রশ্নে তিনি আপসহীন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের অধিকার আন্দোলন নতুন দিশা পেয়েছিল। বক্তারা আরও বলেন, ন্যায়, সমতা ও স্বাধিকার প্রতিষ্ঠার জন্য লারমার যে অঙ্গীকার, তা আজও পাহাড়ি জনগণের আন্দোলনের পথপ্রদর্শক। প্রজন্ম থেকে প্রজন্ম তাঁর চিন্তা ও আদর্শে অনুপ্রাণিত হচ্ছে।

তাঁরা বলেন, পাহাড়ি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন লারমা দেখেছিলেন, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। পাহাড়ে শান্তি, উন্নয়ন ও স্বাধিকার প্রতিষ্ঠাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।