দীঘিনালায় জেএসএস কর্মী নিহত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে (জেএসএস) এমএন লারমা গ্রুপের কর্মী মঞ্জু চাকমা(৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকার ডলুছড়ি গ্রামের মৃত মহেন্দ্র লাল চাকমার ছেলে। ৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় উপজেলার চোংরাছড়ি এলাকার শিমুল তলী এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাউদ্দিন সাংবাদিকদের বলেন,ঘটনাস্থল থেকে মনঞ্জু চাকমা নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে তা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আঞ্চলিক দলের বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

কেন্দ্রীয় যুব সমিতির সহসভাপতি নলেজ চাকমা জ্ঞান এ ঘটনার জন্য ইউপিডিএফ(প্রসীত) গ্রুপকে দায়ী করে জানান, মঞ্জু চাকমা আমাদের জেএসএস কর্মী। সে শিমুলতলী এলাকায় সাংগঠনিক কাজে গিয়েছিল। তিনি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Read Previous

লামায় জায়গা দখলের নামে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা, প্রশাসনের হস্তেক্ষেপ কামনা

Read Next

৩ মাস বেতন-ভাতা না পেয়ে চরম দুর্ভোগে প্রাক-প্রাথমিকের ১২৩ শিক্ষক