দীঘিনালায় সেনবাহিনীর নবীন সৈনিকদের প্রশিক্ষণ ও কুচকাওয়াজ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচ-১৭-৩এর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথগ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে দীঘিনালার মাইনি অ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার কুচকাওয়াজ পরিদর্শন করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নবীন সৈনিকরা নিজ নিজ ধর্মের গ্রন্থে হাত রেখে দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের শপথ নেন। নবীন সৈনিকরা দীর্ঘ ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে সৈনিক হিসেবে যোগ দিলেন।

ছয় মাসের প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা অবস্থানকারী, চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়াদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। অনুষ্ঠানে এসময় খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাউদ্দিনসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৭-৩ রিক্রুট ব্যাচ এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে এ ব্যাচে রিক্রুটস হয় ১০১৬ জন। এরমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করে ৯৪৯ জন রিক্রুটস।

 

Read Previous

ঝঁংকার মোড়ে পরিবহন শ্রমিকের নামে চাঁদাবাজির অভিযোগ

Read Next

পুলিশের সাথে সংঘর্ষ, গুলি, আহত, গাছের গুড়ি ফেলা ও হামলার মধ্য দিয়ে ইউপিডিএফ’র সড়ক অবরোধ পালিত