• January 15, 2025

জেলা অ্যাম্বাসেডর হলেন খাগড়াছড়ির শিক্ষিকা রূপা মল্লিক

খাগড়াছড়ি প্রতিনিধি: পর পর দু’বার সেরা কন্টেন্ট নির্মাতা ও খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক রূপা মল্লিক এবার ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বাস্তবায়নে  এটুআই  শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ রবিবার  দুপুরে তাঁকে মনোনয়ন করেন এবং তা শিক্ষক বাতায়নে প্রকাশ করা হয়।

পুরো জেলায় রূপা মল্লিকসহ  ২০জন শিক্ষক ICT4E জেলা এম্বাসেডর মনোনীত হলো। এদের মধ্যে খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম, দিঘীনালা সরকারী কলেজের প্রভাষক মোঃ দুলাল হোসেন, গুইমারা সরকারী কলেজ থেকে প্রভাষক মোঃ আবদুর রাজ্জাক ও প্রভাষক মোহাম্মদ শামীম আহম্মেদ, লক্ষ্মীছড়ি কলেজের প্রভাষক মোঃ মাসুদ চৌধুরী ও অপু মজুমদার. নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সিঙ্গিনালা হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন ভুইয়া, মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৈয়ব আলী মজুমদার, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোঃ তহিদুর রহমান, রশিক নগর দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আশিকুর রহমান, জুর্গাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উদয় শংকর মল্লিক, জারুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরশ মামুদ ও মোঃ শাহজাহান, মানিকছড়ির মুসলিম পাড়া রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় বিকাশ চাকমা, মানিকছড়ির রাজবারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমানা আফরোজ ও মামুনুর রশীদ, খাগড়াছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংসাউ মারমা, খাগড়াছড়ি সদর টি এন্ড টি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাক্সুদা আক্তার।

জেলার ২০শিক্ষকসহ সারা বাংলাদেশে ১৪২৭জন শিক্ষক-শিক্ষিকা ICT4E অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।

রূপা মল্লিক রূপু ICT4E জেলা অ্যাম্বাসেডর মনোনীত হবার পর বলেন প্রশিক্ষণ পাওয়ার পর থেকে প্রথম স্বপ্ন ছিল সেরা কন্টেন্ট নির্মাতা হওয়া, ইনশাল্লাহ হয়েছি। এরপর থেকে মনে প্রাণে চেয়েছি জেলা অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পাবার, অবশেষে সে স্বপ্নও আজ পূরণ হলো, আলহামদুলিল্লাহ্‌। স্বীকৃতি পেলাম খাগড়াছড়ি পার্বত্য জেলার ict4e জেলা অ্যাম্বাসেডর হিসেবে। এবার আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে সচেষ্ট হবো।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী জেলা অ্যাম্বাসেডর মনোনীত হওয়ায় রূপা মল্লিককে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় শিক্ষাক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম চলমান রেখেছে। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, গুণগত শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষায় উদ্ভাবনী সংস্কৃতির বিকাশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এটুআই এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরশিপ প্রোগ্রাম। সরকারের লক্ষ্য আইসিটির বহুমাত্রিক ব্যবহারে প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন দক্ষ শিক্ষকদের ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা, যারা নিজ জেলা ও উপজেলায় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও গুণগত শিক্ষার মান নিশ্চিত করণে শিক্ষাক্ষেত্রে চলমান আইসিটির বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

উল্লেখ্য রূপা মল্লিক গত বছর এটুআই শিক্ষক বাতায়নে দু’বার সেরা কন্টেন্ট নির্মাতা হন এবং খাগড়াছড়ি সদর উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মনোনীত হয়েছেন। রূপা মল্লিক সাংবাদিক এ্যাডভোকেট জসিম উদ্দিনের সহধর্মীনী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post