পলাশপুর বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি  শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টরের আওতাধীন ৪০ বিজিবি পলাশপুর জোনের উদ্যোগে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র, খাদ্য সামগ্রী, ঢেউটিন, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ওষুধ বিতরণ করা হয়েছে।
সকালে পলাশপুর জোন সদরে এসব সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন।
এসময় পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ খসরু রায়হান, জোনের এডিম মোঃ দেলোয়ার হোসাইন সহ অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post