হাটহাজারী-ফটিকছড়ির সাংবাদিকদের পিআইবি’র প্রশিক্ষণ সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা হাটহাজারী উপজেলা পরিষদ হলরুমে ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হয়। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র দেওয়া হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম ও নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।

উল্লেখ্য, সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

Read Previous

খাগড়াছড়িতে ঢাকা পোস্টের বর্ষপূর্তি উদযাপন

Read Next

পলাশপুর বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান