পানছড়িতে প্রয়াত প্রগতি চাকমার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ির পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত প্রগতি চাকমার ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এ খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে জয় পেয়ে স্বপ্ন সিঁড়ি যুব ক্লাব চ্যাম্পিয়ন এবং চন্দ্র কারবারি পাড়া একাদশ রানার্সআপ হয়।

আয়োজক স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সভাপতি সঞ্চয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। এ সময় হাজারো দর্শকের পাশাপাশি সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা, কালাচাঁদ চাকমা, অনিল চন্দ্র চাকমা, স্বপ্নসিঁড়ি যুব ক্লাবের সহ-সভাপতি ঊষাতন চাকমা ও ক্রীড়া সম্পাদক তথোমনি চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক বিনোদনে উদ্বুদ্ধ করবে।