পানছড়ি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলাতে সদর পানছড়ি ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পানছড়ি সদর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।
১৮ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় পানছড়ি উপজেলা বিএনপি দলীয় কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। সদর ইউনিয়ন বিএনপির সিঃ সহসভাপতি মোঃ রেজাউল আলম এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইউসুফ, সহ সভাপতি মোঃ নুরুল কায়েস শিমুল, যুগ্ম সম্পাদক মোঃ আঃ রহিম , দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান, যুব দলের যুগ্ন আহবায়ক মোঃ মহরম আলী।
সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙ্গালী প্রান প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া কে নির্বাচিত করে এ পার্বত্য চট্টগ্রামের মানুষের মাঝে উন্নয়ন মূলক কাজ করার আহ্বান জানান।