• November 21, 2024

পানছড়ি ৫ইউপিতে মনোনয়ন পত্র জমা

 পানছড়ি ৫ইউপিতে মনোনয়ন পত্র  জমা

স্টাফ রিপোর্টার: ৭ম ধাপে অনুষ্ঠিতব্য আগামী ৭ ফেব্রুয়ারি পানছড়ি উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে ২৮ জন সাধারন সদস্য ১৫২ জন সংরক্ষিত আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন পএ দাখিল করেছেন।

১২ জানুয়ারি বুধবার পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রিকল চাকমা,র কাছে মনোনয়ন পত্র দাখিল করেন পানছড়ি সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো:নাজির হোসেন ।

একই দিনে উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আহির উদ্দিন, লতিবান ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লতিবান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কিরন এিপুরা, লোগাং ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য মিলন কান্তি সাহা চেঙ্গী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী চেঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মুনিন্দ্র লাল এিপুরা মনোনয় পত্র দাখিল করেন।

এসময় মনোনয়নপএ জমাদানের সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেব, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো:লোকমান হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী উজ্জল।

পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার রিকল চাকমা বলেন ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে নির্বাচন সংক্রান্ত কাজ চলমান রয়েছে যাচাই বাছাই ১৫ জানুয়ারি আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ২১ জানুয়ারি ২২ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার ২৩ জানুয়ারি প্রতিক বরাদ্ধ ৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post