পানছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি উপজেলার সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে মঞ্জু আদম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাইন্দং থেকে টুইন চাকমা তার ভগ্নিপতির সাথে সিএনজি যোগে নিজ বাড়িতে যাওয়ার সময় মঞ্জুআদম এলাকায় ইজিবাইকে সিএনজি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এতে খাগড়াছড়ি সদর থানার কমলছড়ির বিনয় বাহুল চাকমার ছেলে টুইন চাকমা (২১) নামের ১জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভগ্নিপতির কাছে পানছড়ি হাসপাতালে কর্তৃপক্ষ মৃতদেহ বুঝিয়ে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন প্রকার অভিযোগ করা হয়নি।