পানছড়ি মায়াকানন পার্ক ও চেঙ্গী ফেভারভিউ ক্যাফের উদ্বোধন
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা উপজেলাবাসীর বিনোদনের উদ্দেশ্যে প্রশাসনের উদ্যোগে জেলা পার্ক “মায়াকানন” ও রেস্টুরেন্ট “চেঙ্গি রিভারভিউ ক্যাফে” এর উদ্বোধন আজ সোমবার করা হয়েছে।
উপজাতীয় শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্টান দুটির উদ্বোধন পরবর্তি আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন মায়াকাননের রূপকার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আবুল হাশেম, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, মংক্যাচিং মারমা, সতীশ চন্দ্র চাকমা, এডভোকেট আশোতোষ চাকমা, শতরূপা চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য বাসন্তী চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শানে আলম, ভাইস-চেয়ারম্যান বিউটি রাণী ত্রিপুরা, পানছড়ি উপজেলার ভাইস-চেয়ারম্যান রতœা তঞ্চঙ্গা, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত উত্তম দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদর ইউনিয়ন ও লতিবান ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে নাজির হোসেন ও কিরণ ত্রিপুরা প্রমূখ।
প্রসঙ্গত, উপজেলাবাসীর বিনোদনের কোন প্রকার ব্যবস্থা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যেগে এই র্প্কাটি প্রতিষ্টিত হয়েছে।