• December 26, 2024

পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধই মূল সমস্যা

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামে বৃদ্ধমান সমস্যার পেছনে ভূমি বিরোধই মূল সমস্যা। ১৯৬০ সালে সৃষ্ট এ সমস্যার জেরে পার্বত্য চট্টগ্রামে এখনও অশান্ত পরিবেশ বিরাজ করছে। এখানে বসবাসরত জনগোষ্ঠীদের মাঝে পারস্পারিক বিশ্বাস ও আস্থা সংকট দূর করে পাহাড়ের সমস্যা সমাধান করতে হবে। ২৩ জুন শনিবার খাগড়াছড়ি সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদের আয়োজনে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি অর্জনে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের বক্তৃতায় এসব কথা উঠে আসে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সভার মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা।

পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত পার্বত্য জেলা পরিষদ গুলোর কার্যক্রম গতিশীল করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post