• December 21, 2024

পাহাড়ি-বাঙ্গালির মধ্যে সম্প্রীতি নষ্টের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে -কংজরী চৌধুরী

স্টাফ রিপোর্টার: শান্তিচুক্তির ফলে পার্বত্য অঞ্চলের শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-বিদ্যুৎসহ জীবনমান উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে, বর্তমান সরকারের এ উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে একটি মহল সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে পাহাড়ি-বাঙ্গালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকলকে সজাগ থেকে আগামী নির্বাচনে এই সরকারকেই জয়ী করতে হবে আজ রোববার গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে পার্বত্য চুক্তি’র ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শান্তি র‌্যালী উত্তর আলোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার পর শান্তিবাহিনী নামক একটি সংঘঠন পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙ্গালিদের উপর নির্যাতন নিপিড়নসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেগে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তিবাহিনীর অস্ত্র সমর্পন ও চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। চুক্তির ফলে পার্বত্য অঞ্চলে জনগণ নিরাপদে দিনে ও রাতে চলাফেরা করতে পারছে,পর্যটন শিল্পেও এসেছে ব্যাপক পরিবর্তন। সকলের প্রচেষ্টা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

গুইমারা মডেল হাই স্কুল মাঠে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য শান্তি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল হাই, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাওসার আহম্মেদ, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারম, গুইমারার ইউএনও পঙ্কজ বড়ুয়া, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মেমং মারমা প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নওরোজ নিকোশিয়ার, লক্ষীছডি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মিজানুর রহমান, যামিনীপাড়া জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হক,পলাশপুর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ সাইফল্লাহ মিরাজুল আলম, রামগড় জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তারিকুল হাকিম, ২৪ আর্টিলারি ব্রিগেড মেজর ফাহিম মোনায়েম হোসেন, জিএসও-২ মেজর মোহাম্মদ পারভেজ ও সামরিক-বেসামরিক, রাজনৈতিকসহ বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীরাগন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের শান্তি প্রতিষ্ঠার লক্ষে পার্বত্য চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বন্ধ করে সার্বিক উন্নয়ন আনয়নের পাশাপশি সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের নব দিগন্তের সুচনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post